ছায়াঘেরা মানববৃক্ষের
চেয়েও বিশাল এক বটবৃক্ষ
সে বটবৃক্ষের স্নেহাতুর
পত্র-পল্লবের ধ্বনি আমায়
সোচ্চারে ডাকে।
সেই বিশাল বটবৃক্ষের
বিচিত্র পল্লবের
প্রেমময় ধ্বনির বিষণ্ন সুরে
আহত ফুল, মন মৃত্তিকা
বটবৃক্ষের নিঃশব্দ ছায়াতলে
নিভৃতাচারী পশু-পাখির
প্রাণছোঁয়া ঘুম
আকাশে মেঘের ভেলা
ছন্দময় পাল উড়িয়ে
চলে যায় সপ্তর্ষিমণ্ডলে।
বটবৃক্ষের স্নেহাতুর ছায়া
আর ফুল মন মৃত্তিকায়
সমাহিত এ জীবন
স্মৃতিময় কুয়াশা টানে
রৌদ্দ করোজ্জ্বল ভোরের আবাহনে।