সময় কতটা বদলায়—
হাটি হাটি পা পা করে জীবনের!
যুগ যুগ বৎসরের পার ৷
বিষন্ন চিত্ত এখন,সঙ্গহীন জীবন আমার।
জানি!পথরোধ করে আর দাঁড়াবেনা-
ম্লান মুখে আর বলবেনা-
কিছু সময় আরো থেকে যাও ৷
ভিষণ একা লাগে তুমি চলে গেলে
জানি তুমিও ফিরে ফিরে চাও।
হাজার কাজের ভিড়ে তোমায় পারিনি দিতে-
সেই সামান্য সময়-
সেই ক্ষোভে দগ্ধ এ বুক'হারিয়েছি সুখ-সঞ্চয়।