রৌদ্র নিভে যাওয়ার আগে
কিংবা পরে,জারুল কি
পাতাশূন্য বটের তলায়
বিবেকের হাট বসে,
রঙিন পসরা নিয়ে
বীতস্বপ্নের উন্মুখ দৃষ্টি
নিয়ে,বিলাসী চেতনার
উন্মাদনা নিয়ে,কেউবা
ক্ষমতার ঝুড়ি নিয়ে
এখানে আসে,সবাই
আসে,এখানে সবাই
ক্রেতা,এখানে সবাই বিক্রেতা।
এখানে কেনা-বেচার
একমাত্র পণ্য 'বিবেক'
কেউ বেচে সস্তা দরে
কেউবা কিনে চড়া দামে
কারো প্রয়োজনে,
কারো অপ্রয়োজনে
হয়তোবা সবারই প্রয়োজনে
খুচরা, পাইকারী
ব্যবসায়িক লেনদেনে,
এখানে 'বিবেক'বিক্রির
হাট বসে প্রতিদিন
জারুল কি পাতাশূন্য বটের তলায়
এই হাটের নাম 'বিবেক-বাজার'!