কবিতা লেখা কি আর এমন
মগজ যদি খালি থাকে
একটু আধটু প্রেমের ফোড়ন
নিয়ম মাফিক মশলা দিয়ে
মনের খুন্তি নাড়িয়ে দিয়ে
ঘন করে নামিয়ে নেওয়া!


আরও আছে কয়েক প্রকার
মশলা পাতি কবিতা রাঁধার
বিরহ ছলনা গন ধর্ষণ
যেটা খুশি একটা নিয়ে
মনের জমা আবেগ দিয়ে
চোখের জলের গারনিশিং!


এছাড়া তো প্রকৃতি আছেই
তার রসের আধার নিয়েই বসে
কপাল গুণ আর সঙ্গ দোষে
অসতী মেয়ে বা বকাটে ছেলের গল্প-গাথা
সময় পেলেই সুযোগ বুঝে
যেকোনো একটা বিষয় খুঁজে দু এক পাতা !!


শুধু হারাচ্ছে প্রান মশলা থেকে
যে প্রান থেকে আরেক প্রানের অঙ্কুরোদ্গম
যখন তখন হয়না এখন,
এখন শুধুই মোমের আলোয় কবিতা জ্বলে
যখন মেয়েটি একলা জ্বলে চিতার ওপর
শহর পথে মহামিছিলে ব্যস্ত পায়ে বিচার হাঁটে
হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর আস্কারা পায় চায়ের কাপে
কবির কলম ও রসদ খোঁজে নতুন করে
নতুন করে নতুন ভোরে
কলম তাকে হাতছানি দেয়!!


কবিতা লেখা কি আর এমন!!!