ভাঙ্গা চোরা ছেলেবেলা
ঘেঁটে যাওয়া শৈশব
সব কিছু ভুলে আজ ক্লান্ত
গুগুলের হাত ধরে
মাউসে তে ক্লিক করে
ছুটেছে জীবন যে দুরন্ত
তার মাঝে ছেলেবেলা
খেলা করে ফুটপাথে
কখনো বা মাদারির খেল
তারও সে ছেলেবেলা
ছুটে চলে সারাবেলা
কখনো স্টেশন জুড়ে
কখনো বা ঝমাঝম রেল।
আরও কিছু ছেলেবেলা
আরও কিছু শৈশব
শিশুশ্রমে ভেজে দিনরাত
আইন আছে কথা আছে
তবু জেনো ব্যাথা আছে
নাহলে তো জুটবে না ভাত