একজন কবি,
জীবনের স্বাদ মেটায় শব্দের খেলায়,
শূন্যতার মাঝে আঁকে এক পূর্ণতার স্বপ্ন।
প্রিয়জনের ভালোবাসা,
মনের কাঙ্ক্ষিত আশাগুলো,
সবই যেন মরীচিকা—
এক হাত দূরে থেকেও অধরা।

তবু কবি কলম ধরে,
শব্দ বোনে নিঃসঙ্গ রাত্রির বাতাসে,
কল্পনায় রচে এক স্বর্গ,
যেখানে সুখের রোদ্দুর ঝরে অবিরাম।
কল্পনাই তো তার একমাত্র আশ্রয়,
সেখানেই সে খুঁজে পায় শান্তি।

কিন্তু পৃথিবী কি বোঝে কবির ব্যথা?
প্রিয়জনের কঠোর তিরস্কারে,
অনেক কবিকে মরতে হয়েছে—
সময়ের আগেই,
বেদনার গভীর খাদে ডুবে।

তবুও কবি থামে না,
বিষণ্ন আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়,
মুক্ত বিহঙ্গের মতো,
শব্দে শব্দে খুঁজে নেয় নিজস্ব অনন্ত আশ্রয়।