নিঃসঙ্গ রাতের আকাশে অশ্রুরা ঝরে,
তারা নয়,
চোখের পাতায় জমে থাকে
অভিমান, কিছু না বলা ব্যথা।

স্মৃতিরা এসে ধাক্কা দেয়,
নিস্তব্দ রাতে, নীরব ঘরে, নির্জন হৃদয়ে,
পথ হারানো সেই মহুর্তগুলো
স্বপ্নের কিনারায় ভেসে ওঠে।

কত কথার সুর যেন
বুকের ভেতর আটকে থাকে ,
তবু শব্দহীন—
শুধু নিঃশ্বাসের দীর্ঘশ্বাস।

প্রতিটি নিঃশ্বাসে এক একটি ক্ষত,যেন
মনে হয় ধনুকের আঘাত,
যেখানে ভালোবাসার নাম
খোদাই করা ছিল,
আজ শুধু রক্তমাখা ছায়া।

তুমি আসবে না, জানি,
তবু প্রতীক্ষার নাম দিয়েছি আশা,
যে আশায় বেঁচে থাকি,
অথচ ভেতরে ভেতরে মরেও যাই।

এই তো বিষাদের কবিতা—
হারিয়ে যাওয়া সময়ের গান,
অস্ফুট কণ্ঠে বাজে ব্যথার সুর,
নিঃশেষের তলায় লুকিয়ে থাকা জীবন।