কভু সকল নিরবতা ভেঙ্গে
তীর বিদ্ধ পাখির মতো আছড়ে পড়ে বুকের ভেতর
একটা শব্দ, "অস্থিরতা"
আমি বিমর্ষ হই
ভীষন যন্ত্রনা পাই,
যেন হারিয়ে যায় কোন এক
নিকষ কালো অন্ধকারে,
চারদিকে শুধু চিৎকার, চেঁচামেচি,
হতাশা আর বিষন্নতা।
দিনের সমস্ত কোলাহল শেষে
সন্ধা নামে,
আসে নিস্তব্দ রজনী,
উম্মাদ ঝিঁ ঝিঁ পোকার চিৎকারের মতো ভেসে আসে
কানের ভিতর একটা সুর, একটা কবিতা,
ক্লান্তি শেষে  সজিবতা আসে প্রানে,
জোছনা রাতে মুগ্ধতা আনে নয়নে,
আবেগের মগডালে স্বপ্নরা বাসা বাধে।
কখন যে ভেঙ্গে পড়ে!
জানি না,
একটা অস্ফুট স্বপ্নের চোরাবালীতে ডুবে যায় প্রতিনিয়ত,
তবু স্বপ্ন দেখে মন।
স্বপ্নের সিঁড়ি বেয়ে চলে যায় স্বপ্নপুরীতে
স্বপ্নরা বুঝি এইভাবে ই বাঁচিয়ে রাখে
মানুষকে।।