তোমার হাসি হাসি মুখ
দেখে লাগে মনে সুখ ।
সেই হাসিতে যায় সেরে
যে মনের সব অসুখ।


ঐ(২)


দেখলে গোমড়া কালো
ঐ মুখ লাগে না ভালো ।
আলোকিত অন্তর কভূ
থাকেনা হাসি বিমুখ ।


ঐ (২)


সদাহাস‍্য মুখেতে অম্লান
সেও তো অমূল্য দান ।
অফুরান কল‍্যান তা যদি
দেখে যায় কারো দুখ ।


ঐ(২)


কর্টিসল শরীরের মন্দ
সেরেটোনিনেই আনন্দ ।
বন্ধ কর না কখনও তা
হাসতে থেকো উন্মুখ ।


ঐ(২)