অনাদিকালের আমি অনাহারী মাগো
আমায় আর কর না গো হামলা ।
আমি ভিক্ষা চাই না, ভিক্ষা চাই না
মাগো, তোমার কুকুর সামলা ।


না জেনে না হয় এসেছিলাম তোমার
দুয়ারে খানিক ভিক্ষার আশে ।
ভিক্ষা তো দিলেই না তদুপরি আমায়
নিয়ে খেলছো ঠাট্টা উপহাসে ?


মানুষের কাছে মানুষেই আসে, তাতে
আমি কি এমন করলাম দোষ ?
তোমার সবি তো খাবে কুকুর শেয়ালে
শুধু আমাকেই রাখলে উপোষ !
আফসোস ! আফসোস ! আফসোস !


পেটটা পুরে খেলে তো তোমায় আমি
কত দোয়া দিতাম মন খুলে !
কিন্তু কুকুরদের দ্বারা আমায় তাড়িয়ে  
তাদের কাছে কিছু কি পেলে ?