অগত্যা জনতা যান বাঁচাতে আইন হাতে নিলেও  
নাকি হয়ে যায় তা ক্ষমার অযোগ্য মহা অন্যায় ।  
আইন প্রনেতা কিংবা আইন রক্ষাকারীদের বখরা
দিলেই তা হয় ন্যায়, তখন নাচো খুশির বন্যায় !    


এমন সুযোগ পেলে ওরা বিশিষ্ট দেশ সেবক বনে  
বলবে এজন্যে আদালতে তার নির্ঘাত হবে দণ্ড ।
কিন্তু তাদের দাবীদাবা দাও সব পুরা করে তখনই  
সাত খুন মাফ করে যত অভয় দেবে ঐসব ভণ্ড ।


জনতা আইন হাতে নেয় আর কই, আইন সংশ্লিষ্ট  
ব্যক্তিরাই তা নিয়ে করে চলছে রমরমা বাণিজ্য !  
তবে কেন সবে মোরা শুধু শুধুই হন্যে হয়ে খুঁজছি
দেশে আদর্শ ইনসাফ নীতি নৈতিকতা ও ন্যায্য ?


নিয়ম ভাঙ্গার নিয়ম গড়ে উঠেছে যেথায় সেথা কি
আর আপামর জনতার সাধু থাকার থাকে সাধ্য ?
বরং ঐসব আইন ভাঙ্গা আইন সংশ্লিষ্ট ব্যক্তিদেরই
নাশে জনতা আইন হাতে নিতে হবেই হবে বাধ্য !      


রচনাকালঃ- দুপুর ১২.৩০টা, মঙ্গলবার, ২ অগ্রহায়ণ ১৪২৭,
১ রবিউস সানি ১৪৪১, ১৭ নভেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।