আমি নই শুধু আমার.........
কিংবা ক্রীতদাস তোমার ।
আমি নই কোন জ্ঞাতিগোষ্ঠীর......
নই, তোমার দলবলের হাতিয়ার ।
  
আমি নই তোমার আজ্ঞাবহ,
তল্পী বাহক হও তুমি
বাদশা শাহেনশাহ গোটা দুনিয়ার.....
করনা বৃথা চেষ্টা তোমার দলে ভিড়াবার
কিংবা আমায় গণ্ডিবদ্ধ করার ।

আমি নই কোন জিন ভুত;  
কিংবা দেব দেবী তোমার বাধ্য হবার ।
আমি নই কোন নির্বোধ;
বিবেক বন্ধক দেবার ।

আমি নই সেই পাত্র, জুয়া নেশা জেনায়;
জীবন সর্পদ যার........
দুনিয়ার এসব মোহমায়ার
আবোল তাবোল আদর্শ চেতনার
কাছে, মানিনা হার ।।  


আমি সৃষ্টির সেরা........
আমারই দাস যে সব কিছু এই ধরার !  
সৃষ্টির দাস আমি হতে পারিনা কস্মিনকালেও,
কারন, আমি যে দাস বিশ্ব বিধাতার ।  


তার বিন্যস্ত প্রকৃতিতে হস্তক্ষেপ
করার, আমার নেই কোন অধিকার....  
স্বীরাতুল মুস্তাকিমে পেয়েছি যে নিস্তার ।
তাই, সবাই আমার আমিও সবার ।।