আমরা বাঙাল আর কতকাল
থাকবো রে কাঙাল
দয়াল.......
থাকবো রে কাঙাল ?


আর কতকাল শুনবো আমরা
ভিখারি বলে গালাগাল
দয়াল.......
ভিখারি বলে গালাগাল ?


আর কতকাল এ দেশটা লুটে
তারা হবে মালামাল
দয়াল......
তারা হবে মালামাল ?


আর কতকাল নোংরা নেতার  
সবাই বইবো জঞ্জাল
দয়াল......
সবাই বইবো জঞ্জাল ?  


আর কতকাল দেখবো স্বদেশে
ভিনদেশীদের চাল
দয়াল......
ভিনদেশীদের চাল ?


আর কতকাল জন্মাবে হেথায়
গাদ্দার আর দালাল
দয়াল......
গাদ্দার আর দালাল ?


আমরা বাঙাল আর কতকাল
থাকবো রে কাঙাল
দয়াল......
থাকবো রে কাঙাল ?


আর কতকাল উদাসী হয়ে যে  
থাকবো ছেড়ে হাল
দয়াল......
থাকবো ছেড়ে হাল ?


আর কতকাল অবোধ সেজে  
থাকবো রে আবাল
দায়াল.......
থাকবো রে আবাল ?


জ্ঞান বুদ্ধি বিবেক জাগতে আর কতকাল,
তোমার দিকেই চেয়ে থাকবো রে দয়াল,
আর কতকাল থাকবো তবে হয়ে নাকাল,
মানুষ কি হবনা আমরা, রয়ে যাব বাঙাল ???    


রচনাকালঃ- রাত ৯.৫৮ টা
মঙ্গলবার ১৮/০৯/২০১৮ মিরপুর, ঢাকা ।


স্মর্তব্যঃ- গীতি কবিতা আমি আসলে তেমন লেখিনী এটা দ্বিতীয় তাই সবার কাছে নিবেদন রইল কবিতাটির সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা করার । ধন্যবাদ ।