আজ মেঘে মেঘে হল অ নে ক বেলা !  
খুকু আজও ছাড়লে না ঐ পুতুল খেলা ?
সময়টার তুমি আর কত করবে হেলা ?


এখন তুমি তো হয়েছ অনেকটাই বড়,
বলছি, যদি সত্যিকারের জীবনই গড়,  
তবে ওটা ছাড়ো, আল্লাহ্‌র বিধান পড় ।


নিজের ঐ মনগড়া খেলা আর খেলো না,
জীবনকে কারো খেলনা করে ফেলো না,  
তোমার জীবনের নাই যে কোন তুলনা !    


তুমি জানো না বাস্তবতা কত যে কঠিন
এই দিন দিন নয়, আরও যে আছে দিন !  
আমরা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তবে নয় স্বাধীন ।


কিভাবে হবে ধন্য, তোমার এই জীবন
কিভাবে তুমি করবে ঐ পথে চলার পণ
সব বলেছে তার বিধানে, লও ঐ দর্শন ।


বাড়াও বোধবুদ্ধি, পুতুল খেলাটা ছেড়ে  
সে যে তোমার সব সম্ভাবনা নেয় কেড়ে
তাতে তুমি তো জীবন যুদ্ধে যাবে হেরে ।


রচনাকালঃ- বেলা- ৩.০৯টা, মঙ্গলবার, ৪ কার্তিক ১৪২৭,
২ রবিউল আউয়াল ১৪৪২, মিরপুর, ঢাকা ।