সতেরশ শতকের বিশ্বের শীর্ষে থাকা জাতি বাঙালি
বৃটিশের বিশ্বাস ঘাতকতায় সেই থেকে হল কাঙালি ।
আজ অব্দি পারল না শিরদাড়া করতে মোটেও খাড়া
আজও যে শোষিত হচ্ছে দেশী বিদেশী শোষক দ্বারা ।
সেই থেকে আজও চলছে হেথায় নিরবিচ্ছিন্ন ষড়যন্ত্র
বহু দল মত বিভক্তির শেখাচ্ছে ঘৃণা বিদ্বেষের কুমন্ত্র ।
গনতন্ত্র গনতন্ত্র করে সবাই মুখেও তুলছে শুধু ফেনা
তার আড়ালে আদতে চলে হেথা রাজতন্ত্রের বাহানা ।
এমনি অব‍্যাহত শোষন ষড়যন্ত্রে নাস্তানাবুদ এজাতি
কোন সুযোগও নেই পুরোপুরি বদলাতে রাতারাতি ।
সর্বাগ্রে চাই সকল ষড়যন্ত্র হতে জাতিকে করতে মুক্ত
ফেরাতে হবে ধর্ম সংস্কৃতি জাতি গড়তে যা উপযুক্ত ।
ব‍্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে গড়ি মহামানবিক সমাজ
আবারও মোরা হবো বিশ্বসেরা যদি করি সবে একাজ ।


রচনাকালঃ- বিকাল ৫:১৫টা, মঙ্গলবার, ২৬ বৈশাখ ১৪৩০, ৯ মে ২০২৩, মিরপুর, ঢাকা।