সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবীর ওরে
শেষ যামানার উম্মত.....
এই দাজ্জালের যুগে ঈমান রাখার
তোর আছে কি রে হিম্মত ?
কাকের মতো হলে বুদ্ধিমান তুই কি
করে ধরে রাখবে ঈমান ?
ধর্ম কর্ম তো কিছুই জানোনা মানোও
না, হয়েও আছো বেঈমান ।
নিজের শ্রেষ্ঠ জীবন বিধান খুলে যদি
না দেখ অন্তর চক্ষু মেলে ।
দু'দিনের এই পরীক্ষাগারে শুধু কাটালে
জীবনটা নেচে গেয়ে হেসে খেলে ?
তোর মতো নির্বোধ কি আর আছে রে
সৃষ্টির ইতিহাসে ?
কি বলবে রে তখন যদি নবী ঈসা (আ)
মোহাম্মদের (সা) উম্মত হয়ে আসে ?
কত না সৌভাগ্যবান হয়েই জন্মে যে
তুই হয়েছিলে মুসলমান ।
কিন্তু ঈমান আমল সুদৃঢ় করতে মোটে
বাড়াওনি তো তার জ্ঞান ।
সর্বদা অন‍্যের মিথ‍্যা রং চঙ্গে মেতে শুধু
হয়ে থাকলে মহাবিভোর ।
কি দুখানা পুস্তক পড়ে মহা মানব হবার
খায়েশ হলো রে তোর !
পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন ফেলে
মানো নাকি মানব ধর্ম ।
এটা তো শ্রেফ তোর সুরক্ষা বর্ম করতে
চাও যে দুনিয়াবী কুকর্ম ।
এসব ছল চাতুরীপনা ছেড়ে মনা হও না
সত‍্যিকারের ঈমানদার ।
সময় তো তোর ঘনিয়ে এসেছে কিছুতে
যে পার পাবে না আর ।
এই চেতনা সেই চেতনা করে করে কেন
খুঁজিস রে তুই ভিন্ন চেতনা ?
সত‍্যের পথে বিচ‍্যুতি ঘটাতেই দাজ্জালের
যে এসব ফেৎনা !
যার জন‍্য বেশী দেবে সময় তার সাথেই
তো থাকবে জাহান্নামে ।
কাজেই যা কর আর না ভাই কিছু করলে
কর সেই প্রভুরই নামে ।
সঠিক পথের সন্ধানে গভীর ধ‍্যানে কর
নিরন্তর স্রষ্টার আরাধনা ।
তার একান্ত করুণাবিনা কোন দিনও কোন
মানুষই যে পথ পাবেনা ।
অতি তুচ্ছ এক সৃষ্টি হয়ে কভু দেখাইও না
আর সেই স্রষ্টাকেই অকৃতজ্ঞতা ।
দিন শুরু হলে যে তোর উপায়ই থাকেনা
না করে তার উপর নির্ভরতা.......!


উম্মত = অনুসারী  


রচনাকালঃ- দুপুর১.৪৬টা, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১,   ঠাকুরগাঁও ।