মানব সভ‍্যতার কালো অধ‍্যায়টি ছিল
আইয়ামে জাহেলিয়াত ।
যখন নাকি খুন খারাবি ও লুটতরাজে
সবলেরা করত বাজিমাত ।


কিন্তু তখন কেউ সহসা করত না ভঙ্গ
আর্দশ চুক্তি কিংবা প্রতিশ্রুতি ।
যার যার মত পথে চলত স্বাধীনভাবে
শ্রদ্ধাশীল ছিল আইনেরও প্রতি ।


যতটুকুই বা বদনাম ছিল তারা এরকম
আধুনিক শিক্ষিত ছিল না বলে ।
আইন ধর্ম চুক্তি না মানা এই আমরাই
তবে কি বেশী নিকৃষ্ট তাহলে ?


আজ মা তারই প্রেমিক দিয়ে মেয়েকে
করায় ধর্ষণের পর হত‍্যা ।
বাবা নিজ মেয়েকে ধর্ষণ করে বিসর্জন
দেয় পবিত্র পিতৃ সত্ত্বা ।


যত আইন প্রনেতা দেশ নেতা ধর্মগুরু
চিকিৎসক কিংবা শিক্ষক ।
সবাই যেন যার যার স্থলে একেক জন
রক্ষকের নামে মহাভক্ষক !


মানুষে মানুষে বাড়ায় ঘৃণা বিদ্বেষ কিন্তু
বসে পশুর সাথে বিয়ে ।
যা খুশি তাই করছেও সবাই আজ ধর্ম
আর্দশকে চুলোয় দিয়ে ।


যতটুকু জানি ইতিহাস ঘেটে না না এত
নিকৃষ্ট ছিলনা আইয়ামে জাহেলিয়াত ।
শিক্ষিত সর্বাধুনিক বলে দাবীদার বুঝিবা
সর্বনিকৃষ্ট আমাদেরই ইনসানিয়াত ।


তবে তৈরি থাকো হে লোক সকল ধকল
সামলাতে দুর্যোগের পর মহাদুর্যোগ ।
যে কোন সময় বুঝি ঘটবে বিপর্যয় পাবে
না আর শুধরাবার সুযোগ ।


আইয়ামে জাহেলিয়াত > অন্ধকার যুগ ।
ইনসানিয়াত > মনুষ্যত্ব ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.৩৪টা,  শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।