আজও ঘুরি এই পথে পথে
কতনা বিষন্ন ব‍্যর্থ মনোরথে  
হারানো স্বপ্নকে আমি এ পথেই খুঁজে ফিরি
হেথা যে ভেঙ্গেছে আমার স্বর্গে যাবার সিঁড়ি ।
এই মেঠো পথেরই ধুলোয় মিশে
স্মৃতিরা পড়ে আছে কেঁদে হেসে
যদিও চলতে চাইনা আর বেদনার পথ ধরে
যদিবা নিজের নিয়ন্ত্রণ হারাই সেই ডর করে ।
কষ্ট যে বুকে চেপেও রাখা দায়
হেথায় অশ্রু গড়ে শ্রাবণ ধারায়
হু হু করে কেঁদে উঠে এই ব‍্যথিত অন্তরাত্মা
আসলে আমি হারিয়েছি যে আমারই স্বত্বা ।
ভেবেছিলাম পথই পথ দেখাবে
ভাবিনি সে তিক্ত কিছু শেখাবে
যত দুঃখ দাও পথ তবু চেয়ে রবো তব পানে
লোকে বলে যেথা হারিয়েছ খুঁজবে সেখানে ।
স্বপ্ন না হয় আমার ভেঙ্গে গেছে
তার পদ চিহ্ন তো পড়ে আছে
ভাঙ্গা মন নিয়ে ভাঙ্গা স্বপ্নে চাঙ্গা রাখবো কষ্ট
নতুবা পাগল হয়ে ঘুরবো পথে মাথা করে নষ্ট ।


রচনাকালঃ- দুপুর ২:০৭টা, সোমবার, ১৬ জৈষ্ঠ্য ১৪২৯, ৩০ মে ২০২২, মিরপুর, ঢাকা ।