বাংলা সাহিত্যের আকাশ আজ জগৎ বিস্তৃত
অসংখ্য নক্ষত্র খচিত সমুজ্জ্বল তারকারা করছে সদা ঝিলমিল ।
স্বার্থন্বেষীরা সর্বৈব ব্যর্থ তারা সোনার বাংলায়
নিঃস্বার্থ বাংলা প্রেমীরাই মাধুরী মিশিয়ে তাকে করেছে বর্ণিল ।
তন্মধ্যে কবিরাই অগ্রগণ্য তারাই হয়েছে ধন্য
এই ভাষাকে স্বাধীনতাকে ন্যপথ্যে আনতে রচিছে সমৃদ্ধ দলিল ।  
তাই তো, এই মা মাটি মানুষের বাংলা, জাতি-
ভেদ ভুলে; সমসংস্কৃতিতে মিলে মায়ার বন্ধনে নীড় গড়ে স্বপ্নীল।  
কবির নিপুণ কলম তুলিতে আরও স্বপ্নময় হয়ে
উঠেছে, বাংলার ফুল-পাখি বন-নদী পাহাড়-সাগর খাল-বিল ।  
বালুকাবেলা-গোধূলিবেলা স্বজন বেদেরঘাট-  
চাঁদেরহাট কৃষাণ-কৃষাণী গাঁয়ের বধূ মৌ-মধু কোকিল-গাংচিল ।
শাপলা-শালুক বাঘ-ভাল্লুক মেঠোপথ-রাজপথ  
কবির কীর্তিতে আজ সব ভালোলাগা হয়ে সুখ দেয় অনাবিল ।
তাই আরও যদি পেতে চাও সুখ, ঘুচাতে দু্‌খ,
তবে এসো সবাই জ্ঞানের আলো জ্বালাই করি আলোর মিছিল ।
বিদুরিত হবে তবে অন্যায় অনাচার অপ্সংস্কৃতির
অন্ধকার, মোদের বাংলার সমাজই হবে তখন বিশ্বসেরা সুশীল ।


রচনাকালঃ- বিকাল ৬.২০ টা
শুক্রবার ১০/৮/২০১৮ ঢাকা ।    


স্মর্তব্যঃ- গতকাল ১১/৮/২০১৮ ঢাকার মিরপুরে, নির্ধারিত বাংলা কবিতা ডট কমের কবিদের নিয়ে আমাদের শ্রদ্ধেয় ও প্রানপ্রিয় কবিদ্বয় অনিরুদ্ধ বুলবুল সাহেব ও কবীর হুমায়ুন সাহেবের উদ্যোগে নিয়মিত মাসিক কার্যক্রম আলোর মিছিল ( আড্ডা-১৩ ) খুবই আনন্দ মখুর হয়ে উঠেছিল । অনুষ্ঠানে আমরা আর বাকী সব কবিগনের অনুপস্থিতি অনুভব করছিলাম । এ সাইটটির প্রিয় সকল কবিবন্ধুগনের সাথে যদি এভাবে নিয়মিত মিলিত হতাম আহা তবে আরও কত আনন্দঘন পরিবেশ সৃষ্টি হত !!  ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন সব সময় । ( সেখানে এই কবিতাটি আবৃতি করেছিলাম )