সবার বেলায় সব সময় দেখি সাত খুন মাফ
আমার বেলায় ছাড় নেই জানিয়ে দেয় সাফ ।
চিহ্নিত দুস্কৃতিকারীকেও সবে সব দেয় শঁপে  
আমি যত সাধু থাকি তত খারাপ নামে জঁপে ।
যতই শ্রমে ঘামে চাই না কেন করতে উন্নতি
ততই যেন নেমে আসে আমার চরম দূর্গতি ।
যখনই কারো জন‍্য কিছু করতে যাচ্ছি যেচে
তারা ভাবে তাদের সম্পত্তি সবি দিচ্ছি বেঁচে ।
নিঃস্বার্থেও কারো যদি করতে যাই উপকার
সন্দেহ করে না জানি পরে কি করি অপকার ।
যার যার উপকার করেছি আমি এই জীবনে
প্রায় প্রত‍্যেকেই যেন কলিজায় আঘাত হানে ।
কাউকে আপন আপন করে যদিও যাই মরে
বুকটা ছিড়ে দেখালেও কেউ কি বিশ্বাস করে ?
আপন ভেবে যার উপর রেখেছি অন্ধ বিশ্বাস
তাদের জন‍্য প্রতি নিয়ত ফেলি দীর্ঘ নিঃশ্বাস ।
কাউকে তেমন দেখি না মানতে আইন কানুন
অনিচ্ছাকৃত ভুলেও আমাকে করবে যেন খুন !
কোন কথা নাই সবে থাকলেও পাপে মশগুল
আমার ছোট্ট ভুলেও ছাড় নাই একচুল একচুল।
আমার বেলায় দুনিয়াটা যে এতো নিষ্ঠুর কেন ?
মনে হয় দুনিয়ার জন‍্য আমি এক বোঝা যেন !


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, রবিবার, ২২ মাঘ ১৪২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা  ।