এক গভীর নিশীতে ফুটে প্রভাতেই
ঝড়েছিল বাংলার যে বিস্ময় ফুল ।
অতটুকু সময় বিশ্বময় তার সুবাসে
সবাই হয়েছিল দ্রোহ-প্রেমে ব‍্যকুল ।
আশরাফুল মাখলুকাতের হারানো
মর্যাদা যাতে ফিরে পায় মানবকুল ।
আমার জীবনের আদর্শ চেতনা আর
মানবিকতার দিকদর্শনের যে মূল ।
হৃদয়ে শিহরণ জাগানিয়া জ্ঞানেরও
স্বাধীন দুনিয়া সে আমার নজরুল  ।
কিন্তু তাকে চিনতে যথাযোগ্য মূল‍্য
দিতে খোদ বাঙালিই করেছে ভুল ।
হে অভাগা নজরুল সব উজার করে
দিয়েও স্বজাতির হয়েছিল চক্ষুশূল !
তবুও তুমি কবিতা গানে হয়ে আছো
লক্ষ কোটি বাঙালির প্রাণের বুলবুল ।


রাতঃ - ১০:৩৩ টা, বুধবার, ১০ জৈষ্ঠ্য ১৪৩০, ২৪ মে ২০২৩, ঢাকা হতে ভারত গামী বাসযাত্রায়।