হে কবি নজরুল
বাংলায় জন্মেছিলে বলে
একই বৃন্তে ফুটিয়েছিলে
তুমি হিন্দু মুসলমান নামের দুটি ফুল ।


তোমার সুরে পাখি গায়
কুলকুল নদী বয়ে যায়
আমরা আজও আছি তোমাতে ব‍্যকুল ।


তোমার ছোট্ট সৃষ্টিকাল
এক অভেদ‍্য মায়াজাল
হাজার বছর যাতে সবে রবে মশগুল ।


তুমি যে বিশ্বের বিস্ময়
সকল বাঙালির হৃদয়
মোহময় এই বাংলা সাহিত‍্যের বুলবুল ।


তোমাকেই মেনেছি গুরু
শৈশবে করি জীবন শুরু
তোমার দেখানো পথে চলেছি নির্ভুল ।


সাম‍্য-মৈত্রী প্রেম-দ্রোহে
তোমার তুল‍্য কেহ নহে
হে আমার জীবনাদর্শের কবি নজরুল ।


রচনাকালঃ- রাত ১১:১৭টা, শনিবার,  ১২ ভাদ্র ১৪২৯,
২৭ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা  ।