বাড়াতেই লাভের মাত্রা করি বাণিজ্য যাত্রা      
সেই সাত সাগর আর তের নদী পারে ।
সাধ্যাতীত সওদা করে ফিরছিলাম আমার
সাধের পুরো জাহাজও বোঝাই ভারে ।


পুরোদস্তুর বণিক বলে চোখেও স্বপ্ন খেলে    
চিত্ত সুখে করবো এবার বিত্ত উপার্জন ।
ভাবি বিলকুল আনন্দে সদা থাকি মশগুল  
খ্যাতি হবে অতি, হবেও সম্মান অর্জন ।


গান গেয়ে গেয়ে উজান বেয়ে সাত সাগর
পেরিয়ে, এলাম যখন বঙ্গোপসাগরে ।    
হঠাৎ স্বপ্নগুলো হল ধূলিসাৎ, সাধের সেই  
জাহাজ নিয়ে ডুবলাম সামুদ্রিক ঝড়ে !


মালামাল উদ্ধার দূরের কথা অতলে ডুবি  
যেথায় প্রাণেও যে বাঁচারই আশা নাই ।
ভাগ্য চক্রে মরেও বাঁচি তাই খুশিতে নাচি  
সেথা এক অমূল্য রতন যে পেয়ে যাই ।

যা হারিয়েছি, দুঃখ পাইনি মোটেও তাতে  
পেয়েছি যে সাত রাজার ধন নীলমণি ।
তা পেয়েই হলাম চিরসুখী, হলামও আমি
সহজ সুত্রে ইহজগতের সর্বসেরা ধনী ।  


রচনাকালঃ- রাত ৮.১৭টা শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪২৭,
২২ রমজান ১৪৪১, ১৬ মে ২০২০, মিরপুর, ঢাকা ।