আমার পাওনাদার কি দেনাদার সবাই বলে আমারই ভূল ।
আমি শুধুই বোকা বনে তাদের কথা অগত‍্যা নিই মেনে ।
অথচ তারা সবাই যেন নিরপরাধ নির্দোষ সাধু বিলকুল !
আমার পাওনাদার কি দেনাদার সবাই বলে আমারই ভূল ।
আক্ষেপ করে ভাবি, আমি কি তবে এ ভবে খেলার পুতুল ?
সবাই দেখি কেমন অভিনব খেলা খেলে আমারই সনে !
আমার পাওনাদার কি দেনাদার সবাই বলে আমারই ভূল ।
আমি শুধুই বোকা বনে তাদের কথা অগত‍্যা নিই মেনে ।


রচনাকালঃ- রাত১০.৫২টা, বৃহস্পতিবার, ৭ শ্রাবণ ১৪২৮, ২২ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা  ।