সবকিছুতেই খুঁজি এর দোষ ওর দোষ
মানে যত দোষ সবই করে নন্দ ঘোষ
তাই পারলে যেন সবাইকেই চড়াই শুলে..
কিন্তু কভু ভাবিনি আমিই যে ভুলের মূলে !


জীবনটা কাটালাম পরের ছিদ্রান্নেষনে
তাতে কত ক্ষোভও পুষেছি মনে মনে
উল্টো ওদের বলি দেখো অন্তর চক্ষু খুলে
কিন্তু কভু ভাবিনি আমিই যে ভুলের মূলে !


নিজেকে ভেবেছি বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যান
তাইতো বিতরণ করে বেরিয়েছি জ্ঞান
সমাধান না দিয়ে সর্বত্রই রইলামও ঝুলে
কিন্তু কভু ভাবিনি আমিই যে ভুলের মূলে !


শেখার জানালাটা গর্বভরে রাখছি বন্ধ
সবজান্তার অহমিকায় হয়ে আছি অন্ধ
গুরুর শিক্ষাদিক্ষাও শিকেয় রেখেছি তুলে
কিন্তু কভু ভাবিনি আমিই যে ভুলের মূলে !


বলেই চলছি আমি সবাইকে শুধরাতে
চাইছিও গোটা দুনিয়াটাকেই বদলাতে
সময়ের সঙ্গে নিজেই যে বদলাইনি ভুলে
কিন্তু কভু ভাবিনি আমিই যে ভুলের মূলে !



রচনাকালঃ- ০১:০৩টা, শনিবার, ৪ ফাল্গুন ১৪৩০, ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর,  ঢাকা ।