আমি করি এমনই রাজনীতি
আমার আদর্শ দলটির জন্য
ঠিক যেমন করে অসভ্য বন্য
প্রাণ পণে চেয়েছি হতে ধন্য
অথচ আমার নেতা করেছে
পাহাড়সম দূর্নীতি...


আমি করি এমনই রাজনীতি
স্বজনের শত্রু বনে নষ্ট চরিত্র  
স্বজাতির শত্রুকে করেছি মিত্র
পাল্টে দিয়েছি সত্যের চিত্র  
কিন্তু দেখে অবাক আমার
নেতার সীমাহীন স্বজনপ্রীতি...


আমি করি এমনই রাজনীতি
জীবন সংসার করে উৎসর্গ
মহানন্দে নেতার পরিবারবর্গ
দেশ লুটে বিদেশে গড়ে স্বর্গ
আর আমি লজ্জায় মরি দেখে
তার স্বজনদের কুকীর্তি...  


আমি করি এমনই রাজনীতি
নেতাকে করি নারী সরবরাহ
ধরে এনেছি সুন্দরী নিরীহ
ভেঙেছিও কত নারীর গৃহ
হয়েছি অভিশপ্ত বর্ষীয়ান
নেতার ধরলে ভীমরতি...


আমি করি এমনই রাজনীতি
তাই বেঁচেই দিয়েছি জাত ধর্ম
করেছি কত খুন ধর্ষণ কুকর্ম
জানতেও চাইনি জীবনের মর্ম
কিন্তু আমার নেতা তার স্বার্থে
বদলায় কথিত সব আদর্শ নীতি...


আমি করি এমনই রাজনীতি
স্বজন ভাসলেও রক্তের বন্যায়
ধর্ষিত হলেও মা বোন কন্যায়
তবু সহ্য করি দলের অন্যায়
আর আমার নেতা সিণ্ডিকেট
করে দেশে ঘটায় মূল্যস্ফীতি...


আমি করি এমনই রাজনীতি
করে ব্যক্তিত্ব মনুষ্যত্বের ক্ষতি
দিয়েছি নিরীহ মানুষোর দূর্গতি
পণ্ড করি দেশ ও দশের উন্নতি
আত্ম অবলোকনে এখন বুঝি
আমার হবেই করুন পরিণতি...


রচনাকালঃ- সন্ধ্যা ৭:৩৬টা, মঙ্গলবার, ১৫ কার্তিক ১৪৩০, ৩১ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা ।