কি যে এক অদ্ভুত রকমের এ জীবন আমার !
পবিত্র মনে চলতেও প্রতারিত হয়েছি বহুবার ।
বহুবার আমার চালান পাতি হয়েছিল বরবাদ
কিন্তু কারো সনে কভুও করতে যাইনি বিবাদ ।
প্রতারিত হয়ে বারবার ভাঙ্গি মেরুদণ্ডের হাড়
এতবার পরে গিয়ে সাধ‍্য কার উঠে দাঁড়াবার !
আজও আমার মনে উদয় হয়নি তেমন বোধ
যে নিতে যাবো আমার চিরশত্রুর প্রতিশোধ ।
চুরি করবো না তাই চাকরি ছেড়ে হই বেকার
প্রতিজ্ঞা করি জীবনে চাকরিই করবো না আর !
তবুও রোজগার করিনি কখনোই অন‍্যায়ভাবে
বেশ কিছুকাল বেকার থেকে ঘুরিও অর্থাভাবে ।
দুই 'টাকার জন‍্য লাঞ্চিতও করেছে পাওনাদার
থেকেছি সদা হুশিয়ার তবু সম্মান হয় ছারখার ।
কিন্তু না আমার দেনাদারদের বলিনি কটুকথা
যদিও পেটে ক্ষুধার জ্বালা, বুকেও ছিল ব‍্যথা ।
অথচ আজ সবাই সাধু আমিই নাকি বাটপার !
ভাগ‍্যের পরিহাস দেখে হৃদয় করে তোলপাড় ।
আসলেই এক বড় অদ্ভূতুরে আমার এই ভাগ‍্য
মাঝে মধ‍্যেই মনে হচ্ছে বরণ করবো বৈরাগ‍্য ।
এবার ঠিক হবে বলে আশায় বুক বাঁধি আবার
ফের আপনজনের ঝড়ের আঘাতে হই চুরমার ।
যাকে বাসি ভালো তারই জীবন করতে আলো
তাকেই দেখি আমায় দেখে মুখটা করে কালো ।
এমনিই নিঃস্বার্থে যতই করেছি কারো উপকার
ততই আমায় শুনতে হচ্ছে আমি নাকি বাটপার !
দিনশেষে তবু তো যাচ্ছি মানুষকে ভালোবেসে  
আর দুঃখটাকেও ঘুচাই আহাম্মকের হাসি হেসে...


রচনাকালঃ- বিকাল ৪:৪৬টা, বৃহস্পতিবার, ১৯ জৈষ্ঠ্য ১৪২৯, ২ জুন ২০২২, মিরপুর, ঢাকা  ।