তুমি যে আমায় লুকিয়ে রেখেছ
তোমার বুকের গহীন অন্তরে...
তাইতো আমি আমাকে পাই না
খুঁজে দেশ হতেও দেশান্তরে ।


আমার আমিকে হারিয়ে ফেলে
হয়েছি আছি আজ উদ্ভ্রান্ত ।
নিত্য ঝড়ের ঢেউয়ে ঢেউয়ে এ
বক্ষ সাগর রেখেছি অশান্ত ।


আপন মহিমায় উদ্ভাসিত হয়ে
জন্ম সার্থক করে সকল সৃষ্টি ।
আমি চক্ষুষ্মান অন্ধ সব হারিয়ে
চলছি তোমাতেই রেখে দৃষ্টি ।


তাই মনটা ছাড়া দেহটা নিয়ে
চলতে আমি হারাচ্ছি খেই ।
তোমায় নিয়ে ভাবতে গিয়েই
আমি নেই আমার মাঝেই ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা্ শুক্রবার, ১০ ভাদ্র ১৪৩০, ২৬ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত।