এই পৃথিবীটার অমূল্য জল ফল আলো বায়ু
বিনা ব্যয়ে ভোগ করে কাটালাম সুদীর্ঘ আয়ু
হয়েছিলামও তো সৃষ্টির সর্বসেরা জীব বলে গণ্য !
তবে কি দিয়ে গেলাম আমি এই পৃথিবীটার জন্য !


হেথাকার সকল সৃষ্টিই নাকি ছিল আমার দাস
স্বেচ্ছাচারীতায় করেছিও রাজার হালে বসবাস
অপার ক্ষমতার অধিকারী এ আমিই নাকি অনন্য !
তবে কি দিয়ে গেলাম আমি এই পৃথিবীটার জন্য !  


জ্ঞান বুদ্ধি বিবেক সক্ষমতা স্বাধীনতা দিয়ে
স্রষ্টা দিয়েছিল আমায় অনন্য করে সাজিয়ে
সব সুবিধা ভোগী হয়ে এ জীবন হয়েছিলও ধন্য !
তবে কি দিয়ে গেলাম আমি এই পৃথিবীটার জন্য !


প্রভুরই দেওয়া মগজ চেতনা বোধ দৃষ্টি দ্বারা  
পাণ্ডিত্য প্রদর্শনে জয়ী বলে হয়েছি আত্মহারা
লোকেরা সমীহ করে বলে আমি নাকি দেশবরেণ্য !
তবে কি দিয়ে গেলাম আমি এই পৃথিবীটার জন্য !

নিয়েছি দুহাত ভরে নেইনিও ওপারের তরে
কীটেরাও দেখি পৃথিবীকে রাখছে ঋনী করে
তবে কি দিয়ে গেলাম আমি এই পৃথিবীটার জন্য !
তবে কি আমি সৃষ্টির সেরা হয়েও হলাম জঘন্য ?  
  
রচনাকালঃ- সকাল ১০.২২টা, বৃহস্পতিবার,
১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা ।