দেশে মোদের আছে যতনা দেশী
বিদেশী বাণিজ্যিক কর্পোরেট ।
পকেট কাটতে জনতার তারা সব
জোটবদ্ধ হয়ে গড়েছে সিণ্ডিকেট ।
কি আলু পটল মাছ বিক্রেতা কিবা
নেতা অভিনেতা সব এক জোট ।
এই জোটের জ্বালায় জনতা আজ
দিতেও পারে না গনভোট ।
আমরা গাধা দেইনা বাধা মোদের
উপর যত বোঝাই চাপানো হোক ।
যেন পন করেছি কিছুতে করবো না
প্রতিবাদ আমরা যে ভদ্দরনোক !
প্রতিবাদ পরে বয়কট তো করি, না
মনেও মনেও ওদের করিনা ঘৃণা ।
আমরা জনতা সবি মানি শুধু একে
অপরকেই কেন যেন মানি না ।
জনতার চাওয়া পাওয়ায় চলে এই
পৃথিবীর প্রায় সব দেশ ।
কিন্তু এদেশের জনতা কিচ্ছুটি বলে
না কেউ দেশ লুটে করলেও শেষ ।
বরং লুটেরাদেরকে স‍্যার বলে ধন‍্য
মনে করে নিজেদের প্রায় সবে ।
ভাবছি, এই ভদ্দরনোকেদের কাছে  
চাইলে লুঙ্গিটাও খুলে দেয় কবে !!


রচনাকালঃ- ১১:৫৬টা, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪২৯, ১৮ আগষ্ট ২০২২, মিরপুর ঢাকা ।