না না তোমাকে হারানোর বেদনায়
আমি আর মোটেও কাঁদি না ।
হ‍‍্যাঁ, আমি মেনেছি আসলেই আমি
অযোগ্য, তুমি শাহাজাদি না ?
হয়তো স্রষ্টা নয়তো শয়তান জানে
আমি কিসে হবো লন্ডভন্ড ।
তাই সেই দু'জনারই কেউ না কেউ
আমাকে দিচ্ছে এতো গুরুদন্ড ।
নিশ্চয়ই আমি হয়তো করেছি এর
শাস্তিযোগ‍্য কোন না কোন কাজ ।
যার ফলে জীবনের সেরা পুরস্কার
তারা বুঝি কেড়ে নিলো আজ ।
নিক, তারা যখন এতো ক্ষমতাধর
আর আমি যেহেতু অতি নগন‍্য ।
আমার আর কাঁদারও দরকার নেই
যখন তুমিও ভাবো জঘন‍্য !
এতোদিন ভাবতাম আমার জন্মটা
বুঝি মানুষের কল‍্যানেরই তরে ।
না তা যে মোটে সত‍্য নয় তোমায়
হারিয়ে তা বুঝলাম ভালো করে ।
একটা পবিত্র হৃদয় এতোকাল যে
কারণে করেছিলাম সংরক্ষণ ।
ভাবিনি তা তোমাকে ভালোবাসার
অপরাধে রক্তক্ষরণ করবে সর্বক্ষন ।
সত‍্যিই এ দুনিয়ায় হয়না যে আর
এর চেয়ে কঠিন কোন শাস্তি ।
তোমার ঘৃণার পাত্র হয়ে তা পাচ্ছি
যখন, তখন কর মৌজমাস্তি ।