আর ফনা তুলিস না রে সর্প
আর করিস না হিসহিস দর্প ।
খেয়েছ দেহের চেয়ে বহুগুণে
এলাকাবাসী ক্ষুদ্ধ সবাই শুনে ।
আস্ত গিলেছিস তরতাজা প্রাণ
এবার নিজেকে দাও বলিদান ।
নড়ছো নাতো দেহটার ভারে
ওরা যে তোকে ফেলবে ছিঁড়ে !
বেড় করে আনবে যক্ষের ধন
দেখ কি করে ক্ষ‍্যাপা জনগন ।
মহাকালের ক্ষুধা মিটেনি কি ?
নাকি আরো খেতে আছে বাকি ?
অত লোভ করিসনা রে শালা
এবার তোর জান নিয়ে পালা ।
আর তোকে কেউ করেনা ভয়
ভয়কে ওরা সবে করেছে জয় ।
যখন করিসনি কারোই ক্ষতি
তখনই ভীতি ছিল তোর প্রতি ।
এখন খেয়েছিস যার জানমাল
সে তো রেগেমেগে বেসামাল ।
ক্ষুধার জ্বালায় হলে মতিভ্রম
লোভের মাত্রা করে অতিক্রম ।
তুই করেছিস সে-ই মহাভুল
কড়ায় গণ্ডায় এবার দে মাশুল ।


রচানাকালঃ- রাত ১১:৫৩টা, সোমবার, ১০ শ্রাবণ ১৪২৯, ২৫ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।