স্বৈরশাসনে আর তাদের মিথ‍্যা ভাষনে
জনতার স্বাধীনতায় বরফ জমেছিল
পারদের তলানি পযর্ন্ত ।
সেই বরফ গলে একদা ঝলমলে দিনে
জমাট কুহেলিকা সরিয়ে আবির্ভূত
হয়েছিল আরব বসন্ত ।


ঠিক প্রায় যুগের পর প্রকৃতিই ভাঙ্গলো
নিরবতার সবর, সম্বিত ফেরাতেই
শ্রীলঙ্কায় ঘটালো লঙ্কাকাণ্ড !
তবুও কি অপরিনামদর্শী ঐ লোকদের
মোটেও হলো কি কিছু শিক্ষা দিক্ষা,
নাকি বাড়লো জ্ঞানকাণ্ড ?


অতীত হতে এমন ঘটনা ঘটতে ঘটতে
আজ বিশ্বের সকল তথ‍্য ভাণ্ডারেই
ইতিহাসের পাহাড় জমেছে ।
আমাদের বর্তমান সমাজে তা একটুও
কি কমেছে ? বরং দিনে দিনে যেন
পাল্লা দিয়ে আরও বেড়েছে !


ঐ ইতিহাস সংরক্ষণ করে কিইবা হবে,
দেখি না তো ইতিহাস থেকে শিক্ষা
নিয়েছে তেমন কেউ কবে !
বরং নিজেদেরই বিনাশ সাধনে উপরে
উঠতে উঠতে মহাবিপর্যয়টা ঘটিয়ে
শেষে সদলবলে ডুবেছে সবে ।


রচনাকালঃ- রাত ১১:৫০টা, বুধবার, ২৮ বৈশাখ ১৪২৯, ৯ শাওয়াল ১৪৪২, ১১ মে ২০২২, মিরপু, ঢাকা  ।