ঐ তেলবাজদের তেলেসমাতিতে সোনার দামে কিনছি তেল
জনতার ক্রয় ক্ষমতা বেড়েছে বলে মুচকি হেসে বলে আঁতেল
বড় দূর্ভাগা জাতি নাহলে হয় কি নেতা কিম্বা দণ্ডমুণ্ডের কর্তা  
এমন ভোট ডাকাত ভণ্ড বাটপার লুটেরা জোচ্চোর কাতেল ?


তারা ভরবে ঝোলা আর করবে মদ মাগী নিয়ে মৌজ মাস্তি
আর আমরা হাঁদারামরা টানাটানির জীবনে পাবো যত শাস্তি
চাকরি বাকরি তো নাই উদ‍্যোক্তা হবারও নিশ্চয়তা কি পাই
তদুপরি মরার উপর খাড়ার ঘা সপ্তাহান্তে টানি ঋণের কিস্তি ।


চাঁদাবাজরা নেতা বনে ব‍্যবসায়ীদের কাছে নিলে মোটা চাঁদা
দ্রব‍্যমূল‍্যের লাগাম খুলে দিতে ওরা কার মুখটা দেখবে দাদা
গোড়ায় যদি থাকে গলদ খেটে কাজ নাই কলুর বলদ কোন
লাভ হবে কি আমরা জনতারা সর্বদা ছোড়াছুড়ি করলে কাদা ?


শীর্ষ কর্তারা হয় যদি সৎ আদর্শবান সাধ‍্য কার করে দূর্নীতি
কিন্তু তারাই যদি জারি রাখে অপরাজনীতি আর স্বজন প্রীতি
মূল‍্যস্ফীতি জুলুম নির্যাতন লুটপাট খুন ধর্ষণ দিন দিন তো  
বাড়বেই, আরও দূর্ভোগ দূর্গতি পোহাতেই থাকবে এ জাতি ।


রচনাকালঃ- সকাল ১০.৫৩টা, শনিবার, ২৭ ফাল্গুন ১৪২৮, ১২ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।