এই অনুপম রিমঝিম আষাঢ়ের বর্ষায়
কবিকুল মেতে উঠে মধুর কাব্যিকতায় ।
কিন্তু কবিরা কি আজকাল কখনও ভিজে  
হ্যাঁ, গতরাত দশটায় ভিজলাম আমি নিজে ।


প্রচণ্ড তাপদাহে জীবন হয়েছিল ওষ্ঠাগত
সারাদিন সবাই শুধু ঘামছিলাম অরিরত ।
হঠাৎ বৃষ্টিটা নিয়ে এল স্বর্গীয় আবেশ
মনের সুখে ভিজে শান্তি পেলাম অশেষ ।


ব্রাজিলের বিশ্বকাপ খেলা দেখা দর্শকগন
রাস্তার দু’ধারে বৃষ্টি আড়াল করছিল তখন ।
আমি আষাঢ়ে স্নাত হচ্ছিলাম মোটর বাইকে
দৃশ্যটি আনন্দ দিচ্ছিল যেন দর্শক সব্বাইকে ।


আফসোস করেছি কাল আমি মনে মনে
প্রিয়া যদি থাকতো তখন আমার সনে ।
আমি নিশ্চিত, সে আনন্দে আত্মহারা হত  
হতাম দুজনে গ্রামীন কিশোরকালের মত ।


বৃষ্টি স্রষ্টার অনন্য নিয়ামত বলেই সৃষ্টি
সেখানেই বর্ষে যেখানে পড়ে প্রভুর সুদৃষ্টি ।
আমার মতন যখন তখন ভিজিলে কবিগন
তবে মানভেঙে বৃষ্টি চাবে সদা করতে আলিঙ্গন ।


রচনাকালঃ- মঙ্গলবার ০৩/০৭/২০১৮
বিকেল ৫.০৮মিঃ । ঢাকা ।