লোকেরা কত নানান স্বপ্ন দেখে বেঘোরে ঘুমিয়ে  
আর আমার স্বপ্নটা বেঁচে থাকে ঘুম কেড়ে নিয়ে ।
সবাই ঘুম হতে উঠে দেখে আশা জাগানিয়া দিন
আমি ঘুম হতে উঠি বুকেতে ব‍্যথা নিয়ে চিন চিন ।
সারাদিন যায় শত ব‍্যস্ততায় তবু ভুলে থাকা দায়
নিশুতি রাত এলেই ডুবে যাই সেই স্মৃতি চারণায় ।
হাড়ভাঙ্গা খাটা খাটুনিতে হলেও চরম পরিশ্রান্ত
কিন্তু কিছুতে শরীরটা হয়না ঘুমাবার মতো ক্লান্ত ।
কত কসরত করে যদিওবা ঘুমাই স্বল্প কিছুক্ষণ
দেখি যেন বাস্তবে কাটছি দিন সাথে নিয়ে স্বজন ।
হাসি আনন্দের ভরপুর সেই দিন তবে কেন কথা ?
জেগে দেখি বাস্তব নয় এটা স্বপ্ন বুকে ধরে ব‍্যথা ।
ভাঙ্গা মন আর হয়না চাঙ্গা এমন স্বপ্নগুলো দেখে
কোন কিছুতে পারিনা চলতে এই স্বপ্নগুলো রেখে ।
শিশুরা ঘুম ভাঙ্গলে কেঁদে উঠে মা নাই পাশে বলে
আমিও তেমনি জীবন কাটছি এতিমের মতো চলে ।
এই জীবনটাকে বাঁচিয়ে রাখে নাকি একমাত্র আশা
আমি যে কেন মরিনি স্বজন এতো করলেও নিরাশা !


রচনাকালঃ- দুপুর -১:৩৫টা, রবিবার, ২৯ জৈষ্ঠ্য ১৪২৯, ১২ জুন ২০২২, মিরপুর, ঢাক ।