এই আষাঢ়ে ঐ মেঘ বালিকারা  
ওদের ওড়নায় ঢাকছে ঊষারে ।
নিক্কনে ক্ষনেক্ষনে করে খুনসুটি  
আবার দুঃখেও কাঁদে অঝোরে !  

ও রে সকল দামাল ছেলের দল
তোরা আছিস কে কোথায় রে ?  
মেঘ বালিকাদের বৈতালী সুখের
তরে তাদেরকে খানিক হাসারে ।  


মরাগাঙও বেঁচে উঠে নবোদ্যমে  
নেচে নেচে যাচ্ছে ভেসে সাগরে ।
ওরে ঐ দামাল ছেলের দল ছাড়
কুঁড়েমির ছল, দেখ জল করছে
ছলাৎ ছল তোরা ভেলা ভাসারে ।


এই আষাঢ়ে আর থাকিস নারে  
চুপটি সারে মনটা কর খাসা রে ।
প্রকৃতি আজ উজাড় করে দেখ
বিলিয়ে দিল সব ভালোবাসারে !  


সিঁদুর পড়ে পুঁটিরা জলকেলিতে
জলচর যত জুটিরা মেতে উঠেরে ।
তোরা আর থাকো নারে ঘরকুনো
হয়ে, এই লক্ষণ তো সর্বনাশারে !  


এই আষাঢ়ে টগবগিয়ে বাড়ছে
দেখ সকল লতাগুল্ম গাছপালারে ।
গাঁয়ের কিশোরীর দল হেসেখেলে
ধরে মাছ গাঁথছে শাপলা মালারে ।  


তোরা আর থাকিস নারে হাতপা
গুটিয়ে যাবি মুটিয়ে রোগ বাহারে ।
এই আষাঢ়ে কিশোরের দল বল
নেচেকুঁদে মিটাও মনের আশারে ।  


রচনাকালঃ- সকাল ৭.২৮টা শনিবার, ১৩ আষাঢ় ১৪২৭,
৫ জিলকদ ১৪৪১, ২৭ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।