নব্বই কিলোমিটার গতি বেগেও
হরিণ দৌড়াতে সক্ষম ।
কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগের
বাঘের সাথে কেন সে অক্ষম ?  


কারণ হরিণ তার সক্ষমতা ভুলে
বারবার পিছনে ফিরে তাকায় ।
সক্ষমতা সত্বেও হরিণ তার গতি
হারালে বাঘ সহজে ধরে খায় ।