একবার ফেললে কোথাও ইস্পাত সহ  
সব পুড়ে ভস্ম , ছারখার হয়ে যাবে একদম !
শত বছর একটি ঘাসও জন্মাবে সেথায়
বহু দিন সেথায় কেউ  
নিতেও পারবে না দম ।
এর নাম।  এ  ট  ম।
হ্যাঁ এটম বোমা, এটম !  
শুনলেই করে গা ছমছম ।
বলুন তো যারা এর সংরক্ষক
এদের বুদ্ধি বেশী না কম ?
ওরা যাদের নেতা বানায়
তারা কি মানুষের ত্রাতা না যম ?


ঐ সব দেশে যারাই যায় রাষ্ট্রীয় ক্ষমতায়
অহর্নিশ তাদের হাত করে নিশপিশ
মানুষকে বানাতে চায় শুধু আলুর দম !
কক্ষনও বিপন্ন মানুষকে বাঁচাতে নয়,
তারা যেন মানুষ মারতেই বেশী পারঙ্গম !
তারা নাকি সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত
তবুও তারা কেন করে এ রকম ?
তারা তাদের খুনি-ধর্ষক-দেউলিয়া
জাতিটাকে করাতে চায় বিশ্বে সুপ্রতিষ্ঠিত ।
তাদের কি নাই কোন বিবেক বুদ্ধি লজ্জা-শরম ?  
সবাইকে মেরে তোমার নষ্ট জাতিটাকে করে
প্রতিষ্ঠা, ভাবছ তোমার কাজটাই হবে সর্বত্তোম ?
  
আবার সেথায় হবে গনবিস্ফোরণ !
আবার মানুষে মানুষে হবে সমাগম ।
আবার হবে নতুন জাতি, নতুন মতের সৃষ্টি
আবার হবে জাতিতে জাতিতে মতিভ্রম ।  
আবার কি দাগাবে এটম ?
ততদিন তুমি থাকবে ? না থাকবে তোমার দেশ ?
না থাকবে তোমার সাধের ঐ নেতৃত্বটা ?  
যা ছাড়া তুমি তো একেবারেই অক্ষম !
আরে দুদিনের এই দুনিয়ায়
মানুষগুলো তো এমনিই মরে যায় !
তবে তাদের মারার তোমার কেন পড়েছে দায় ?
মানুষ মারার এমন ঘৃণ্য বাসনা করে যে
বলুন তো সে উত্তম না অধম ?
আমি বলছি সে কোন বিশ্বনেতা নয়
সে চরম নরপিশাচ সে একটা ন রা ধ ম !!  
                  
রচনাকালঃ- ০৪/০১/২০১৮ মিরপুর, ঢাকা।