বাচাঁর এতো খায়েশ রে তোদের,
এত্তো বাঁচার খায়েশ ?
আয়েশ করে তাই খাচ্ছোও ঘরে
কোর্মা পোলাও পায়েস !
আগুনে পুড়ছে সারা পাড়া, যার
মাঝখানে তোদের ঘর ।
খেয়ে দেয়ে আয়েশ করে এবার
তোরা ঐ ঘরেই পুড়ে মর ।
পাড়ার আগুনটা নিভাওনি যখন
পুড়ে মরার ভয়ে ।
মর রে তবে এবার নিজের ঘরে
নরক যন্ত্রণা সয়ে সয়ে ।
আগুনে সারা পাড়া পুড়ে যখনও
মরছে জ্ঞাতি গোষ্ঠীর মানুষ ।
তখনও অনন্তকাল বাঁচার ইচ্ছায়
তোরা খেতে খেতে বেহুঁশ !
হুঁশ তোদের হবে রে এবার পুড়ে
পুড়ে হলে কয়লা ।
তারপরও যদি দূর হলে হয় রে
তোদের অন্তরের ঐ ময়লা ।
দায়িত্বজ্ঞানহীন হয়ে যারাই চায়
ভবে বাঁচতে অনন্তকাল ।
গর্তে লুকিয়ে থেকেও অগত‍্যা যে
মরে ওসব চতুর শেয়াল !
শেয়ালের মতো শতবছর না বেঁচে
সিংহের মতো কর প্রতিবাদ ।
নয়তো চোরের ন‍্যায় মরে ইহকাল
পরকাল সবি হবে বরবাদ।


রচনাকালঃ- রাত ১১:৪৮টা, সোমবার, ১৫ আগষ্ট ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯, মিরপুর, ঢাকা  ।