বাংলা কবিতার আকাশটা আজ
গোটা বিশ্বব্যাপীই বিস্তৃত...
লাখো লাখো পাঠকের কাছেই
যেন স্বজনের চেয়েও সমাদৃত ।
অসংখ্য গ্রহ নক্ষত্র তারকারাজি
ভরা ঝলমলে এই আকাশ ।
ঘর কুনে থেকেও হেথা সাহিত্য
বিকাশের অবারিত অবকাশ ।
আজ যদি এই আকাশের মাঝে
হতে না পারতাম মুক্ত বিহঙ্গ ।
তবে আমার মতো কত অকবির
আশা ভরসা কবেই হতো ভঙ্গ !
কভু উড়তে না জানা এক পাখি
হয়েও উড়ছি মেলে ডানা..
সকলে মিলেই উড়তে শেখালো
হেথায় কেউই করল না মানা ।
জীবন জীবিকার ঘানিটা টেনেও
আমি তো আনন্দে আটখানা !
আহা ! কি দারুণ জমে উঠলো
এই আকাশে চাঁদের হাটখানা !
কালের যাতাকলে পিষ্ট হচ্ছিলো
যখন এই সুস্থধারার সংস্কৃতি ।
বাংলা কবিতা ডটকম ফেরালো
এরকম এক হারানো কীর্তি ।
এমন এক কীর্তিরই গর্বিত স্রস্টা
সুপ্রিয় কবি পল্লব আশফাক ।
এই আকাশের গ্রহ নক্ষত্ররাজিকে
যেথা ধরে রেখেছেন একঝাঁক ।
তার এই দূরদর্শীতায় আগামীতে
এই সৃষ্টি হবে দুনিয়ারও সেরা ।
লাখো লেখক পাঠকের অন্তরেই
বাংলা কবিতা রবে স্বপ্ন ঘেরা ।
চির কৃতজ্ঞতা স্বীকারেও তাইতো
বলি আমি হয়েছি ভীষণ ধন্য !
এই পাতার জন্য আশাবাদী যদি
হই এক নগণ্য কবি বলেও গণ্য !  

স্মর্তব্য - সময় করে প্রিয় কবিগনের মন্তব্যের প্রতি উত্তর দেবো এবং প্রশান্ত চিত্তে আপনাদের কবিতা পাঠে সুখ লাভ করবো । আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন সেই অবকাশ সহসাই পাই ।

রচনাকালঃ- বপলা ৩:৩৪টা, মঙ্গলবার, ২৮ জৈষ্ঠ্য ১৪৩১, ১১ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।