মেয়েদের ধনী হওয়া যাদু মন্ত্রের মতো
শুধু হলেই হলো একটু সুন্দরী ।
স্বামী সংসার কতেকে তো ধারেনা ধার
অভাবে পরলেই বলে ধুত্তুরী ।
টাকাওয়ালা কত পুরুষ ঘুড়ছে আজও
আমার পিছে পিছে ।
তোর মতো অভাবীর সংসার কেনইবা
এখনো আমি করছি মিছে ।
গুষ্ঠি মারি অমন অভাবী সংসার করে
ভালো লাগেনা দিতে জোড়াতালি ।
এবার টাকাওয়ালাকে দেখে করে বিয়ে
হয়েছেও সে বাড়িওয়ালী ।
ভাড়াটের মাসে মাসে যে টাকা তোলার
দায়িত্বও নিয়েছে নিজ ঘাড়ে ।
নির্ধারিত তারিখের গরমিল হলেই ইচ্ছে
মতো দুচার কথা শুনায় সবারে ।
ভাবেই বোঝান তিনি আধুনিক শিক্ষায়
শিক্ষিত কথা না রাখা তার অপছন্দ ।
তাইতো প্রায়শই ভারাটের সাথে করেন
দূর্ব‍্যবহার দেন আচ্ছা গালমন্দ ।
অত শিক্ষিত হয়েও তো হতেও পারেনি
উদ‍্যোক্তা কিংবা আয়কারী ।
টাকা উপার্জন করা যে কত কঠিন কর্ম
বুঝবে কেমনে এসব সুন্দরী ।
এবার করোনা মহামারিতে সারা বিশ্বে
গেল এক কঠিন বিপর্যয়  ।
কিন্তু তার বাণিজ্যিক সফলতায় তিনি
স্বামীর মন করেছেন জয় ।
যখন সব বাড়িওয়ালারাই বাড়ি ভাড়া
পায়নি কিংবা করেছে মওকুফ ।
তখন কড়ায় গণ্ডায় ভাড়া আদায় করে
এমন অর্থপিশাচ ব‍্যবকুফ ।
কাউকে কোন দয়া অনুকম্পা মোটে না
দেখিয়ে সাফল‍্য এলো ষোলআনা ।
স্বামীটিও তাই স্ত্রীর এই দুর্দান্ত যোগ‍্যতা
দেখে হয় মহা খুশিতে আটখানা ।
করোনাতে সর্বশান্ত কতনা বেসরকারী
চাকুরে কিংবা ব‍্যবসায়ী ।
কেউ বেঁচেছিল পুঁজি ভেঙ্গে আর কেউ
তো তখনই হয়েছে ধরাসায়ী ।
এমনই একজন ভাড়াটে থাকে তাদের
বাড়িতে বিগত চৌদ্দটা বছর ধরে ।
চলতি মাসের ভাড়া দিতে দেরী হলেই
তার পানির সংযোগ বন্ধ করে ।
করোনা পরবর্তী পরিস্থিতিত্তে ঘটেছে
মূল‍্যস্ফীতি তদুপরি রাশিয়া যুদ্ধ ।
অভাব অনটনে মানুষের অবস্থা ত্রাহি
ত্রাহি প্রায় সবার জীবন অবরূদ্ধ ।
বেচারা ভারাটে চারদিন যাবত পাইনি
সেই টাকা যোগাতে শত চেষ্টায় ।
পানির অভাবে পরিবারটির শিশুরা সহ
সবাই ভুগেছে কদিন ক্ষুধা তেষ্টায় ।
যারা কিনা এইতো মাত্র বছর আগেই
ছিল এক সম্ভ্রান্ত পরিবার ।
তাই তাদের কাছে ছিলনা অভিজ্ঞতা
এমন পরিস্থিতি সামলাবার ।
অজু গোসলের পানিটুকুও না পেলেও
তারা কোথাও যায়নি লজ্জায়  ।
কিন্তু সেই বাড়িওয়ালারা একই ছাদের
নীচে দিন কেটেছে আতিসজ্জায় ।
হায় ! হায় ! মানুষকে এমনি অসহায়
করতে পারে ওরা কটা টাকার জন‍্য ?
টাকার জন‍্যই হয়তো বা জন্ম তাদের
টাকা পেয়েই হয় জীবন ধন‍্য !


* এই ঘটনা আজকেরই এবং আমি তার প্রত‍্যক্ষর্দশী হয়ে  সাক্ষী হলাম বিধায় ইতিহাসে লিপিবদ্ধ করতে উদ‍্যত হলাম ।


রচনাকালঃ- রাত ১১.৪৫টা, বৃহস্পতিবার, ১৭ চৈত্র ১৪২৮, ৩১ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা ।