সোনার বাংলা গড়বে বলে কত না গর্ব করে
বলেছিল মোদের সোনার ছেলেরা ।
কিন্তু তারা যে আরও দক্ষ তাই আটলান্টিকার
পাড়ে সাড়ে সাড়ে গড়ল বেগম পাড়া !
তাদের দক্ষতার স্বারক স্বরূপ তারা স্বদেশও
নির্মাণ করছে রডের বদলে বাাঁশ দ্বারা !
দেখে তাদের নির্মাতারা মহাখুশীতে মুহুর্মুহু  
মুর্চ্ছা যাচ্ছে খুশীতে হচ্ছে আত্মহারা ।
হায় হায় ! বেশী দক্ষ দেখে পক্ষ নিয়ে শুধু
আমরা হাঁদারামরা খেলাম মস্ত ধরা !
সোনার ছেলে বলে কথা তারা কি আর কভু
থাকতে পারে সোনার শহর ছাড়া ?
বেগম পাড়ার যত বেগম সুখ স্বর্গে যে আছে
গমগম যত মৌজ মাস্তি তথা করছে তারা ।
আর হেথা পরীমণি মৌ পাপিয়া পিয়াসা দিয়া
পিয়াস মিটায় তাদের গুনধর স্বামীরা ।
যারা বোটক্লাব নাইট ক্লাব কেসিনো সীসাবার
মিনিবার খুলে দেশে এনেছে নব সংস্কৃতির ধারা ।
অবশ‍্য অক্ষরে অক্ষরে পালনও করে যাচ্ছে তারা
তাদের সৃষ্টিকারী প্রভুদের ইশারা ।
সামনে উন্নয়নের ভিশন এঁটে দিয়ে লুটের মিশন
বাস্তবায়নে আস্ত মন্ত্রীগন আজ দিশেহারা ।
চলছে যখন প্রতিযোগিতা এমন ধুন্ধুমার বেশুমার
গড়তে বিলাসী বেগম পাড়া ।
এত সৌভাগ্যময় এই সুবর্ণ সুযোগ কোন কালে
কোন দেশে পায় বা কারা !
তাই স্বপ্নে থাকে বিভোর ওরা থাকেও মাতোয়ারা
আহা ! আরও কত গড়া যায় বেগম পাড়া ।


- আমাদের সোনার ছেলেরা দেশ লুটে ভিনদেশে
বিলাসী জীবন কাটাতে যে নিবাস গড়েছে তা এখন
বেগম পাড়া নামে খ‍্যাতি পেয়েছে । কারণ তথা শুধু
বেগম আর তাদের সন্তান সন্ততিরা থাকে আর
তাদের সোনার স্বামীরা এদেশে পড়ে আছে সর্বস্বটুকু
লুটে নেয়ার আশায় । জানি না বিশ্বে এমন আত্মঘাতী
জাতি আর আছে কোথায় ।


রচনাকালঃ- রাত ১০.২৮টা, বুধবার, ৩ ভাদ্র ১৪২৮, ১৮ আগষ্ট ২০২১, ঠাকুরগাঁও ।