বেশী বাড় বাড়িস না রে ভণ্ড
আমি যেন মুখ না খুলি ।
আমার মুখটা খুললে পড়বে
তোমার মুখে চুন কালি ।


ঘুষের টাকায় কি বাপ ডাকায়
জীবন চলার পথ পেয়ে ।
তোতার মত বোল চালে নীতি
আদর্শ বেড়াও গেয়ে ?  


ঐ নোংরা মুখে নীতি কথার
কোন কাজ হবেনা আর ।
নিজের জীবন বদলিয়ে তুমি
কর আগে আত্ম আবিস্কার ।


আয়ের পথ পরিশুদ্ধবিনা ছাড়ো
না হে এসব ভণ্ডামি ।
নইলে তোমার যত জারিজুরি
ফাঁস করে দেবো আমি ।


কুট চালে যে সব কেড়ে নিলে
এবার খোঁজ মান সম্মান ।
আর বাড় বাড়িস না রে গলায়
দেবো এবার জুতা দান ।


রচনাকালঃ- রাত ১০.৫৫টা মঙ্গলবার
২১ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।