আরে এই লম্পট লুচ্চা শুকর শালা
কার মেয়েকে করছিস নষ্ট ?
এরপর তো তোরই পালা.........
নিজেকে ভাবছিস তো মডার্ন হিরো  
আসলে তুই শালা এক হাবাগোবা ।
জ্ঞান বুদ্ধি নাই বলেই কি জানিস না
পরিণাম, হতে যে যাচ্ছ বেশ্যার বাবা !  


ধর্ম না হয় মানো না
খুব যে আধুনিকতা মারাও রে শালা
তবে বিজ্ঞান কেন জানো না ?
তোর উৎপাদিত সন্তান যে
তোরই ডি এন এ করবে বহন ।
তোরই প্রকৃতির প্রতিনিধিত্ব করে,  
করবে যে কত কুকীর্তির কাহন ।


তুই নিজে করিস যদি একগুন
তোর সন্তান করবে তারও বহুগুণ ।
তাই কারো মেয়েকে কভু নষ্ট করতে
যাস না রে হাবাগোবা ।
পরিণামে তুই হবেই হবে এই দেশ
কাঁপানো কুখ্যাত কোন বেশ্যার বাবা ।  
ঐ নেতিয়ে পড়া বয়সে
শুধু চেয়ে চেয়ে দেখবে তোর আদুরী
কন্যার কতনা কুকীর্তি ।
দুনিয়ার যত লাফাঙ্গা কুকুরেরা তাকে
নিয়ে করবে আহা কত মউজ ফুর্তি !  
ওহে রক্ত গরম জওয়ান
খামোশ খামোশ..................
আর যা করার করিস না কেন
তুই করিস না রে গুরুতর এমন দোষ ।



রচনাকালঃ- সকাল ৭টা বৃহস্পতিবার ১৭ শ্রাবন ১৪২৬,
২৮ জিলকদ ১৪৪০, ১ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা ।