সর্বাধুনিক জামানার সর্বোচ্চ শিক্ষিত মানুষেরা
আজও যে অহরহ সর্বাধিক ভুলেই লিপ্ত ।  
বোমাবাজি, গণহত্যা, গনধর্ষণ, দেশ-জাতির
সমগ্র সম্পদ লুটেও হচ্ছে না কেউ তৃপ্ত ।


রাজনীতির মহান নেতা ক্ষমতার জন্য মরিয়া
হয়ে জাতির সাথে করছে কত ভাওতা ।
ডাক্তার শিক্ষক বিচারক প্রশাসন দায়িত্ব প্রাপ্ত
কর্ম কর্তাগন হীনস্বার্থে করছে বর্বরতা ।  


ধর্মে ভুল কর্মে ভুল শিক্ষা সংস্কৃতি সবই ভুলে  
ভরা, স্বার্থের জন্যে নির্মিত সব মনগড়া ।
শক্তির মদমত্ততায় কিংবা স্বার্থ চরিতার্থ করা
ভুলগুলো আত্ম নিমগ্নে একদা পরে ধরা ।  


আজন্ম হতেই মানুষ করে চলেছে এসব ভুল
যতই শিক্ষিত হোক ভুলই তারা করবে ।
বেঘোরে সবে মরবে, হ্যাঁ নির্ভুল জীবনযাপন
করবে, যেদিন কোরআন আঁকড়ে ধরবে ।


রচনাকালঃ- সকাল ১০.১২টা রবিবার, ২১ আশ্বিন ১৪২৬,
৬ সফর ১৪৪১, ৬ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।