ওহে ও অবৈধ বখাটে অনুপ্রবেশকারী !  
আমার এ নিজস্ব প্রতিষ্ঠিত কারখানায়
আমারই বিরুদ্ধে তুমি করছ হুকুমজারি ?


ওহে অকৃতজ্ঞ অপরিণামদর্শী দুরাচারী ।
আমারই খেয়ে পড়ে কিছু বিদ্যা শেখে
তুমি ছিলে তো আমারই এক কর্মচারী !


আজ কেন হলে হে এতটা হিম্মৎধারী ?
কার শক্তিতে তুমি হলে এত বলীয়ান
বিতারিত হয়েও কেন করছ বাড়াবাড়ি ?


তুমি না আমার অংশীদার না বংশধর ?
তবে কেন হস্তক্ষেপ করে চলেছ সদা
আমারই জারীকৃত সব নিয়মের উপর ?


তুমি নশ্বর আমিই একা অবিনশ্বর ভবে ।  
শুধু আমার হুকুম ছাড়া চলাচল অন্যায়,
এতই বুঝ কিন্তু এ কথাটা বুঝবে কবে ?


অল্পবিদ্যা অর্জনেই যে হয়েছ বেয়াদব ।  
যার সাম্রাজ্যে খেয়ে বেঁচে আছ অবজ্ঞা
ভরে, ভেবেছ কতই না মহান সেই রব ?    


রচনাকালঃ- বিকাল ৪.৩৮টা, শুক্রবার, ২৮ কার্তিক ১৪২৭,
২৬ রবিউল আউয়াল ১৪৪২, ১৩ নভেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।