সাবধান !! হে বন্ধু, সাবধান !!
পড় না গো যেন বিপদে..
পড়লেই স্বজন বন্ধুর হেনস্তা
দেখবে প্রতি পদে পদে !


ভাবছো বিপদ আপদে তারা
ঝাঁপিয়ে পড়বে সবাই ।
সেই শুভাকাঙ্ক্ষীদের দেখবে
তখন কেউই পাশে নাই !  


বরং সুযোগ বুঝে করবে যে
ওরা স্বীয়স্বার্থ চরিতার্থ ।
হাড়ে হাড়ে বুঝবে তখন এই  
জীবনের কি মর্মার্থ !


তোমার শখের ঐ ধন সম্পদ
কিংবা দামী কোন পন্য ।
পানির দামে কিনে ওরা সবে
হতে চাইবে যে ধন্য !


কিংবা পৌঁছে গিয়েছ দূর্ভাগ্য-
ক্রমে খাদের কিনারায় ।
ওরা তোমার পতনে উল্লসিত
হতে রবে অধীর অপেক্ষায় !


সাহায্য চাইলে দেবে উল্টো
দু"চার কথা শুনিয়ে ।
গাঁয়ে গাঁয়ে গেয়েও বেড়াবে
কত দুর্নাম ইনিয়ে বিনিয়ে ।


হেথা হোথা অযথাই তোমার  
জবাবদিহিতা যাবে বেড়ে ।
বিপদের চাইতে এরাই বরং
সুখ শান্তিটা নেবে কেড়ে ।


বিপদ এলে আসুক না যতই
থাকো স্রস্টায় নির্ভরশীল ।
লোক বুঝে বলবে তা নচেৎ
শুধু বাড়বে যে মুশকিল ।।


রচনাকালঃ- রাত ১১:৫২টা, সোমবার, ৬ ফাল্গুন ১৪৩০,
১৯ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।