দেখতে এসেছিলাম বহুদিন পরে
আমার সাধের সেই নিটোল গ্রাম।
যা দেখে হয়েছিলাম এত স্বপ্নবাজ
তা দেখে আজ ভুলেছি নিজের নাম।
বিস্ময়ে বিস্মিত হয়ে দুমড়ে মুচড়ে
স্বপ্নভঙ্গে যেন হারালাম সব উদ্দাম।


যেখানে সকালের সোনারোদ শিশিরে
উজ্জলতা এনে জাগাত কত না আশা।
যেখানে জাতপাত নির্বিশেষে দেখাত
মানুষে মানুষে অফুরান  ভালোবাসা।
সেখানে আজ সবাই সবার শত্রু পুরো
সমাজে বিরাজমান অস্থিরতা হতাশা।


সেই মাঠঘাট মেঠোপথ নদীনালা সবি
আছে আগের মত নাই কিছুরই কমতি।
শুধু নাই যেন আর্দশ নীতি মানবিকতা
ভব‍্যতা মমতা সৌহার্দ্য কিবা সম্প্রীতি!
আর কিছু না আর কিছু না আমার সুর্বণ
গ্রামে বিষবাষ্প ছড়াচ্ছে নষ্ট রাজনীতি।