বিশ্বকাপে ছড়ানো উত্তাপে
বিশ্ব কাঁপে ।
ফেভারিট সমর্থনে প্রতিদ্বন্দ্বী
ছেলে বাপে ।
ঘরে বাইরে চলা ঝড়টা চলে
চায়েরও কাপে ।
দামাল ছেলেরা তারকা হচ্ছে
ধাপে ধাপে ।
আন্ডার ওয়ার্ল্ড টাকা কামাচ্ছে
বড় মাপে ।
মিডিয়া করে রমরমা বাণিজ্য
খবর ছাপে ।
বিজয়ীরা সব উল্লাসে মেতে
ডুবে পাপে ।
পরাজিতরা সবাই আহা ভুগে
কত মনস্তাপে !  
তাদের সমর্থক গোষ্ঠীরা বকে
ক্ষোভাতুর প্রলাপে ।
পরাজিতের স্বজাতিরা ধিক্কার
দেয় অভিশাপে ।
দলের ব্যর্থ কর্তারা থাকেনও
নানান চাপে ।
জনগণ এ বিনোদন চায় বলে
মত্ত বিলাপে ।
শোষকেরা তাই জড়িয়ে রাখে
উন্মাদনার গিলাপে............।।


রচনাকালঃ- সকাল ৭.১৩টা সোমবার ৩ আষাঢ় ১৪২৬,
১৩ শাওয়াল ১৪৪০, ১৭ জুন ২০১৯ মিরপুর, ঢাকা ।